জামালপুরে হাসপাতাল ছেড়েছেন ৮৮ ডেঙ্গু রোগী, চিকিৎসাধীন ২০ জন

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। এ পর্যন্ত (২৪ জুলাই) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু কর্নারে চিকিৎসাধীন রয়েছেন আরও ২০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মুহা. মাহফুজুর রহমান সোহান।

জানা যায়, জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৩ জন। এই নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ২০জন ডেঙ্গু রোগী। একই সময়ে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮ জন ডেঙ্গু রোগী।

এ ব্যাপারে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মুহা. মাহফুজুর রহমান সোহান জানান, প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। রোগীদের চিকিৎসায় পুরোপুরি প্রস্তুত রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জামালপুর জেনারেল হাসপাতালের ডেঙ্গু কর্নারে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ১৮ জন এবং জামালপুরের ২ জন রোগী বর্তমানে চিকিৎসা সেবা নিচ্ছেন।

Recommended For You