
ত্বকের অবাঞ্ছিত লোম দূর করার জন্য পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না? ঘরোয়া উপায়েই তুলে ফেলতে পারেন এই লোম। ঠোঁটের উপরের অংশের পাশাপাশি ত্বকের অন্যান্য অংশে থাকা লোমও দূর হবে এই পদ্ধতিতে।
প্রথম ধাপ
১ চা চামচ চিনি মিশিয়ে নিন কুসুম গরম পানিতে। চিনি গলে গেলে মিশ্রণে দিয়ে দিন এক চিমটি হলুদ, ১ চা চামচ নারিকেল তেল আর ২ চা চামচ আটা। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। যদি বেশি পাতলা লাগে তাহলে আরেকটু আটা দিন। আর বেশি ঘন হলে অল্প পানি মেশান। এমনভাবে গুলে নিন যাতে সহজেই মুখে লাগিয়ে নেওয়া যায়।
দ্বিতীয় ধাপ
ত্বক ফেসওয়াশ দিযে ধুয়ে নিন। তোয়ালে দিয়ে মুছে শুকনা মুখে লাগিয়ে নিন এই ফেসপ্যাক। চাইলে মুখের যে অংশে লোম বেশি আছে সেখানে লাগাতে পারেন, অথবা পুরো মুখেও লাগিয়ে নিতে পারেন। ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে তোয়ালে সামান্য ভিজিয়ে নীচ থেকে উপরে অর্থাৎ লোমের উল্টোদিকে মুছে নিন।
জেনে নিন
সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহার করুন। মুখের লোম ধীরে ধীরে কমে যাবে।
একইসঙ্গে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে দেয় এই ফেস প্যাক। ট্যান বা রোদে পোড়া দাগ দূর করে ত্বকে ঔজ্জ্বল্য নিয়ে আসে।
চাইলে ফেসপ্যাকে সামান্য কফির গুঁড়াও ব্যবহার করে নিতে পারেন।