ইবিতে জাতীয় জেলহত্যা দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটিতে জাতীয় চার নেতাকে স্মরণে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শহিদদের জন্য দোয়া আয়োজন করা হয়।

বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ টেণ্ট এলাকা র-্যালীর মাধ্যমে এ কর্মসূচি শুরু হয় পরবর্তীতে মৃত্যুঞ্জয়ী মুজিব মুরালে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তন্ময় সাহা টনি, কামরুল হাসান অনিক, মৃদুল হাসান রাব্বি, নাইমুর রহমান জয়, বনি আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ ছাত্রলীগ নেতা বিপুল হুসাইন খান, শাহীন আলম, শাহজালাল সোহাগ, মানিক রতন, কামাল, মেজবাহুল ইসলাম, বিন্তুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডব্লিউজি/এমএ

Recommended For You