ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠন বুননের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবীন সদস্যদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নিয়েছে এ সংগঠন। গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসির করিডোরে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাদী হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রুমি নোমান, সাবেক সহ-সভাপতি সাদিয়া আফরিন খান, প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ তৌফিক, বর্তমান সভাপতি রাফিউল ইসলাম রাফি, সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন শাওনসহ বুননের নবীন প্রবীণ প্রায় শতাধিক সদস্যবৃন্দ।
এ সময় সংগঠনটির সভাপতি রফিউল ইসলাম রাফি বলেন, বুনন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে এ সংগঠন সবচেয়ে বেশি কাজ করে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনই ভালো। আমাদের সংগঠনটি সবার থেকে অন্যতম। বুনন কাজে বিশ্বাসী কথায় না।
এছাড়া সাধারণ সম্পাদক সোলাইন হোসেন শাওন নবীনদের উদ্দেশ্যে বলেন, সংগঠন করতে হলে সর্বদা সক্রিয় থাকতে হবে। প্রতিটি সদস্য সংগঠনের থেকে সৃজনশীল অনেক কিছুই আশাকরি শিখবে ও পাবেন। এছাড়া নবীন সদস্যরা সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্ন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
ডব্লিওজি/এআর