গত ৩০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় দীপ্ত’র মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত সঞ্জয় পাল জয় এর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে গাইবান্ধায়।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত দীপ্ত’র দীপ্তর বাবা শহিদুল ইসলাম মাজু , বোন মারজিয়া ইসলাম, ভাই বাঁধন ইসলাম, শাওন ইসলাম, বন্ধু তামজিদ রায়হান শিথিল, রাশেদ বাবু, তন্ময়, শ্রাবণ, আব্দুল্লাহ সানিসহ আরও অনেকে।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
এসময় বক্তারা বলেন,দুর্ঘটনা কবলিত দিপ্ত চিকিৎসকদের অবহেলা ও দায়িত্বহীনতায় দীর্ঘ ৮ ঘন্টা হাসপাতালের বেডে অক্সিজেনের অভাবে ধুঁকে ধুঁকে মারা যায়। হাসপাতাল কতৃপক্ষের অবহেলায় এই মৃত্যুর ঘটনার সাথে জড়িত দোষীদের শাস্তি ও দীপ্ত’র সহপাঠীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সেই সঙ্গে তারা আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে হামলার সাথে জড়িত ঘটনায় সঞ্জয় পাল জয় এর গ্রেফতারের তিব্র নিন্দা ও তার মুক্তি দাবি জানান।