পাবিপ্রবির ফার্মেসি বিভাগে আগুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের (একাডেমিক ভবন) দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (৫ মে) সকাল ১১টার দিকে একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ফার্মেসি বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটান ঘটে। ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনা ফায়ার সার্ভিসের অফিসে জানানো হলে তাদের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। কিছুক্ষন চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন      

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শরিফুল হক বলেন, সকাল ১১টার দিকে ফার্মেসি বিভাগের চেয়ারম্যানের কক্ষের এসিতে আগুন লাগে। তবে ঘটনার সময় আমি পরীক্ষা সংক্রান্ত মিটিং এ বিভাগে ছিলাম না৷ পরে এসে অফিস স্টাফদের কাছে ঘটনা শুনতে পাই এবং ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এসময় এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী(ইইই) মো. রিপন আলী বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছিল।

বৈদ্যুতিক সকেটের লুজ কানেকশন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এসিতে সার্কিট ব্রেকার ব্যবহার করলে এধরণের দূর্ঘটনার সম্ভাবনা কম থাকে। আগুনে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে নি।

শেয়ার করুন:

Recommended For You