সবাই মিলে কাজ করি কুষ্ঠ-যক্ষ্মা নির্মুল করি

সবাই মিলে কাজ করি, কুষ্ঠ-যক্ষ্মা নির্মুল করি’—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪শে জানুয়ারী) সকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর নির্দেশনায় সন্দেহজনক কুষ্ঠ ও যক্ষ্মা রোগী অনুসন্ধান কর্মসূচির উদ্বোধন করেন—৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবিব বাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান প্রমুখ সহ সংশ্লিষ্ট ইউনিয়নের স্বাস্থ্য সহকারী, আরএইচপি ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারবৃন্দ।
উদ্বোধনী সভায় সকলকে আন্তরিকভাবে কুষ্ঠ ও যক্ষ্মা রোগী অনুসন্ধান কর্মসূচি সফল করতে গ্রুপ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ও মহিলাদের খুঁজতে নির্দেশনা প্রদান করা হয়।
শেয়ার করুন:

Recommended For You