নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য যা দরকার, তাই তারা করেছেন। বিদেশিরা তাদের কার্যক্রমে এখন পর্যন্ত সন্তুষ্ট বলে তিনি মন্তব্য করেছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন কোনো চাপে আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, নির্বাচন কমিশন কোনো চাপে নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে সবাই। সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধ পরিকর।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতেই প্রশাসনে রদবদল করা হচ্ছে।