তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল কনফারেন্স অনুষ্ঠিত

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল কনফারেন্স এবং ট্রেন্ড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশের ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স ( বিএফডিএস)-এর আয়োজনে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সারা দেশ থেকে প্রায় সহস্রধিক দন্তচিকিৎসক অংশ নেওয়া এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বখ্যাত এন্ডোডন্টিস্ট স্টাইলোইটালিনোর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফেবিও গর্নি, ভারতের এন্ডোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক সঞ্জয় মিগলানি, গরিমা পোদ্দার, দীপক মেহতা, থাইল্যান্ডের মাহেদুল বিশ্ববিদ্যালয়ের ডা. অংগার্ট পুট্টিপিসিৎ চেৎ ও জাপানের ডা. কাজুহিতো নাসুসহ প্রমুখ।

এছাড়াও অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক জাহিদ হোসেন, ডা. আনোয়ার সাদাত, ডা. সাইদ হারুন, ডা. নিতিশ কৃষ্ণ দাসসহ অনেক বাংলাদেশি চিকিৎসকরা অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিএফডিএস এর মহাসচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, এ কনফারেন্স উপস্থিত সকলের আধুনিক দন্তচিকিৎসা বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে, আমাদের চিকিৎসা প্রদানের সফলতা বাড়বে, দেশের অগণিত দন্তরোগী আরও ভালো চিকিৎসা পাবেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. সাজেদুল আসিফ বলেন, এই কনফারেন্সের মাধ্যমে দেশের দন্তচিকিৎসারা নতুন নতুন টেকনিক ও কৌশল জানতে পারবে। যা চিকিৎসকদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যে সভাপতি ডা. রকিবুল হোসেন রুমী কনফারেন্স সফল করার পেছনে সংগঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম ও দেশ-বিদেশের সুনামধন্য দন্ত চিকিৎসাদের অংশগ্রহণ, বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও প্রশিক্ষণের কথা উল্লেখ করেন।

Recommended For You