
‘আতঙ্কিত না হয়ে সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’- এই শ্লোগানে সোমবার সকালে ফেনী পৌরসভার আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনামুলক র্যালির শুভ উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাস, ফেনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদ রানাসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার সন্মানিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।
প্রধান অতিথি নিজাম উদ্দিন হাজারী বলেন, বাসা বাড়ির আঙিনা পরিস্কার রাখুন। ফেনী সদর হাসপাতালের ২৬ জন রোগী ভর্তি আছে। তবে শহর এলাকার কোন রোগী নাই। সব জেলা শহরের। আসুন সবাই সচেতন নই। ডোবা,খাল বিল পরিস্কার রাখি। তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।
এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।