
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামে ডায়রিয়ায় তিন দিনে তিন জনের মৃত্যু হয়েছে। মৃত সকলেই মহিলা। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামে ২ জুলাই ফজলুল হকের স্ত্রী খুকু মনি (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় খুকু মনি মারা যান। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী জায়েদা বেগম (৫০) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জায়েদা বেগম মারা যান। একই হাসপাতালে ৩ জুলাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দড়িপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী আফরোজা বেগম (৫০) ও তার ২ ছেলে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। ৪ জুলাই শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফরোজা বেগম (৫০)। দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেন জানান, বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের টিমও মাঠে কাজ করছে। জনসাধারণকে সর্তক করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক জানান, দড়িপাড়া গ্রাম পর্যবেক্ষণে আছে। মেডিকেল টিমের সার্বক্ষণিক নজরে আছে দড়িপাড়া গ্রাম। স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল টিম কাজ করছে। বিষয়টি অভিজ্ঞ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শ মোতাবেক কাজ চলমান।