বাংলাদেশ ক্রিকেটের ভূয়সী প্রশংসা করলেন সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশ ক্রিকেটের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ গাঙ্গুলী। তিনি সাকিব-মুশফিক-মুস্তাফিজদের খেলা নিয়মিত দেখেন বলেও জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের নতুন কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়েও কথা বলেছেন সৌরভ। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে…ক্রিকেটের নানা বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘এখানে যারা আছেন, বিশেষ করে কোচ আছেন হাথুরুসিংহে; উনি একটু সময় দিলে ভালো করবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি আজ খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট। বাংলাদেশে ট্যালেন্ট রয়েছে প্রচুর। এখন শুধু পাওয়ার হিটিংটা আয়ত্ত করতে পারলে হয়ে যাবে। আর সেই পাওয়ার হিটিং মানে হেভি হিটিং; যেমন- হার্দিক পান্ডিয়া…, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব বা ইংল্যান্ডের বাটলার, অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল, হেড, ক্যামেরুন গ্রিন এদের মতো।’

বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে বিপিএলের উন্নয়নে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বিপিএলের মান কীভাবে ভালো করা যায় সে বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলী।

বিপিএল নিয়ে সৌরভ বলেন, ‘বিপিএলকে আরও ভালো করা যাবে…। আমি পাপন ভাইয়ের সঙ্গে কথা বলেছি। পাপন ভাই আমার দাদার মতো। কখনো ডাকলে ভেবে দেখব।’ তিনি আরও বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেটে বাউন্সি এবং গ্রিন পিচ বানাতে হবে। ওদেরকে অভ্যস্ত করতে হবে। তাহলেই তোমাদের ক্রিকেট স্ট্রাকচার আরও ভালো হবে।’

এর আগে বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাপ সিজন-৩-এর লোগো ও ট্রফি উন্মোচন করতে ঢাকায় আসেন সৌরভ গাঙ্গুলী। বিকেলে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলের বল রুমে এ লোগো ও ট্রফি উন্মোচন করেন তিনি।

ডব্লিউজি/এআর

Recommended For You