ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

বাংলাদেশ ও ইংল্যান্ড প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। ক্রিকেটের উত্তাপ ছড়াতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড জাতীয় দল পূর্বনির্ধারিত সূচি অনুয়ায়ী বাংলাদেশে পা রেখেছে।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছায় ২৩ সদস্যের দলটি। বৃহস্পতিবার আসেন দলটির পেসার সাকিব মাহমুদ।

বিমানবন্দরে নেমে সফরকারী দল সরাসরি টিম হোটেলে চলে গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুরে তাদের অনুশীলন করার কথা রয়েছে। এর আগে বিশ্রাম নেবেন তারা। দলটির টি-টোয়েন্টি স্কোয়াড সদস্যদের ৬ মার্চের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে।

সূচি অনুযায়ী ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ৩ মার্চ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ঢাকায় ফিরবে। ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দল এবারই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে।

সার্বিকভাবে দুই দল দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে ২০১৬ সালের পর। সর্বশেষ ওই সফরে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজ ড্র করেছিল ১-১ এ। সেবার ওয়ানডে ও টেস্ট খেললেও টি-টোয়েন্টি ছিল না সূচিতে।

বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস এবং মার্ক উড।

ডব্লিউজি/এমআর

Recommended For You