
আজ অমর ২১শে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রক্ষা করতে প্রাণ দিয়েছে বাংলার বীর সন্তানেরা। রাষ্ট্রভাষার বাংলার দাবিতে রাজপথে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, মহান ২১শে ফেব্রুয়ারি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা তার ফেসবুক পেইজে লিখেছেন, যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদেরজানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।
মাহমুদুল্লাহ লিখেছেন, যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
পেস সেনশনের তাসকিন আহমেদ ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারী কোনো সংখ্যা নয়, একুশ, সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গিয়েছে।
ডব্লিউজি/এমআর