
বিপিএলের প্রতীক্ষিত ফাইনাল আর কিছুক্ষণ পরেই শুরু হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে টস পর্ব। টস জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক ইমরুল কায়েস টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন…। তার মানে আগে ব্যাট করতে হচ্ছে মাশরাফির সিলেটকে।
তিনটি শিরোপা জেতা কুমিল্লা চতুর্থবারের মতো ফাইনাল খেলতে নামছে…। অন্যদিকে সিলেটের জন্য প্রথমবারের মতো ফাইনাল। তবে সিলেট অধিনায়ক মাশরাফির এটি পঞ্চম বিপিএল ফাইনাল। আগের চার ফাইনালে সফল ম্যাশ। চারবারই জেতেন শিরোপা। এবার তার সামনে রেকর্ড পঞ্চম শিরোপা জয়ের হাতছানি।
অন্যদিকে ফাইনালে হারের রেকর্ড নেই কুমিল্লারও। আগের তিনবার ফাইনালে উঠেই শিরোপা জিতেছিল দলটি…। এবার ইমরুলদের সামনে রেকর্ড চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা জেতার সুযোগ।
ডব্লিউজি/এআর