ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী চলছে হিম উৎসব। শিক্ষার্থীদের সৃজনশীল সংগঠন বুননের আয়োজনে শনিবার থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত হয় এ উৎসব। এ ব্যতিক্রমী আয়োজন হতে প্রাপ্ত অর্থ অসহায় ও দারিদ্রের কল্যাণে খরচ হবে বলে জানান সংগঠনটির সভাপতি।
জানা যায়, হিমশীতল ঋতুকে বরণ ও হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ফিরিয়ে আনতে এ উৎসব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে লোকজ সংস্কৃতিকে অন্যরকম করে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের পুকুরপাড় জুড়ে আয়োজনটি করেছে বুনন। ইতিপূর্বে যে স্থানটি ছিল বিশ্ববিদ্যালয়ের একটি পরিত্যক্ত জায়গা। পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে চমৎকার সেজেছিল পুকুরপাড়।
বুননের সভাপতি মাহাদী হাসান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম হিম উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শীতবরণ করলাম। এছাড়া উৎসব থেকে প্রাপ্ত অর্থ দিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, বুননের এ আয়োজনে পিঠাপুলি, আলোকচিত্র প্রদর্শনী, উড়োচিঠি, দোলনা, কুঁড়েঘর, সাংস্কৃতিক আড্ডা, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা- লাটিম, মারবেল, বল নিক্ষেপসহ আরও বেশ কিছু কর্মসূচি চলছে। সর্বশেষ ক্যাম্প-ফায়ার ও গান আড্ডার মধ্য দিয়ে উৎসবের ইতি টানা হবে বলে জানা যায়।
ডব্লিউজি/এআর/অভি