ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রকৌশল অফিসের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ভাংচুর ও ফটকে তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন। এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের বলে দাবি করা হয়। এ ছাড়াও প্রকৌশলী বিচার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন হলের গণরুমের আবাসিক ছাত্ররা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ‘ইবির নিউজ’ নামক থেকে প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের ছাত্রীর ফোনালাপ ফাঁস হয়েছে বলে দাবি করা হয়েছে। এ কারণে শিক্ষার্থীরা কারণ জানতে চাইলে প্রধান প্রকৌশলীকে অবরুদ্ধ করে তার রুম ভাংচুর করে বলে জানান প্রধান প্রকৌশলী। এ ছাড়াও প্রকৌশলী অফিসে তালা ও বেলা ১১টার দিকে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে সকলে বলেছেন, ‘ তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলে অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাই টুটুলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে।’ এ বিষয়ে প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের করলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মো. তারেক বলেন, ‘অফিসের এক কর্মকর্তার নামে অভিযোগ তুলতে তুলতে তারা আমার রুমের আলমারির কাচ ভাংচুর করে চলে যায়। যাওয়ার সময় অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। ফলে আমি অবরুদ্ধ হয়ে গেলে বিষয়টি আমি উপাচার্য ও পুলিশকে তাৎক্ষণিক অবহিত করি।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ বিষয়টি নিয়ে বিবরণসহ প্রকৌশল অফিসকে একটি অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ডব্লিউজি/এমএ