ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। শিক্ষা সফরের ভেন্যু ছিল বাগেরহাটের ষাটগম্বুজ ও সুন্দরবন। বৃহস্পতিবার দিনব্যাপী শিক্ষক-শিক্ষার্থীরা বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেন।
জানা যায়, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের কোর্স কারিকুলামের অংশ ছিল এই শিক্ষা সফর। বিভাগটির ৫০ জন ছাত্র-ছাত্রী বাগেরহাটের ষাটগম্বুজ ও সুন্দরবনে ভ্রমণে যান। শিক্ষা সফরের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে বাস্তব ধারনা নেন। সেইসাথে শিক্ষার্থীরা বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থানে আনন্দে মেতে উঠেন। সুশৃঙ্খল আয়োজন ও সুস্থ বিনোদনচর্চা সকলকে মুগ্ধ করেন।
বিভাগের সভাপতি ড. মোহাম্মদ নাছির উদ্দীন আযহারীর দিকনির্দেশনায় বিভাগের আরেক শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেনের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক জ্ঞান অর্জনের লক্ষ্যে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরে র্যাফেল ড্র, সাংস্কৃতি অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।
ডব্লিউজি/এআর