ছাত্রীর সঙ্গে কথোপকথন এডিট করা- ইবি প্রকৌশলী

রানা আহম্মেদ অভি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ নিয়ে কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুল। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জিডির বিষয়ে নিশ্চিত করেছেন তিনি।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, নিরাপত্তা চেয়ে ইবি প্রকৌশলী এম আলীমুজ্জামান টুটুলের স্বাক্ষরিত একটি জিডি তিনি পেয়েছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তার পেশাগত মর্যাদা ক্ষুন্ন করতে ফেসবুকে কণ্ঠ এডিটিং করে ‘অশালীন কথাবার্তা’ ছড়ায়।
আলিমুজ্জামান টুটুল বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল আমার পেশাগত ও সামাজিক মর্যাদাকে কলঙ্কিত করার একটি জঘন্য প্রচেষ্টার অংশ হিসেবে আমার ভয়েস এডিট করে এ জঘন্য কাজ করেছে।’
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ইঞ্জিনিয়ার টুটুল ও বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মধ্যে কথোপকথন সম্বলিত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
শেয়ার করুন:

Recommended For You