মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু

রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার (১৬ নভেম্বর) থেকে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়েছে। এবারও বিভিন্ন শ্রেণিতে অনলাইন লটারির মাধ্যমে ভর্তির আবেদন নেয়া হচ্ছে। আবেদন চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ভর্তি জালিয়াতি রোধে গত কয়েক বছর ধরে অনলাইনে শিক্ষার্থী ভর্তি কারানো হচ্ছে। সরকারি বিদ্যালয়ে আগামী ১০ ডিসেম্বর অনলাইন লটারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেয়া যাবে না। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। শুধু অনলাইনে আবেদন করা যাবে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You