
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত ফাইন আর্টস বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির নিমিত্তে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে সকাল ১১ টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগে ভর্তির জন্য আবেদন করেছেন তাদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আগামি ১৪ নভেম্বর বেলা ১১ : ০০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল একাডেমিক ভবন-এ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে । এসময় পরীক্ষার্থীবৃন্দকে GST ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদনের Acknowledgement Slip সঙ্গে নিয়ে আসতে হবে।
ডব্লিউজি/এআর