ডেঙ্গুতে ৩ দিনে প্রাণহানি ১৫ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন এবং নতুন রোগী ভর্তি হয়েছেন ৮৮৮ জন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এর আগে গত ৮ ও ৯ নভেম্বর ডেঙ্গুতে ৫ জন করে মোট ১০ জন মারা গেছেন।

অর্থাৎ গত তিন দিনে ৫ জন করে মোট ১৫ জন মারা গেছেন। আর চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৭৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪১৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ২৪৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকাতে আছে ১ হাজার ৯১৫ জন, আর বাকি ১ হাজার ৩৩৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৪৮৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ৪৬ জন।

ডব্লিউজি/এআর

Recommended For You