ইবিতে বগুড়া ছাত্রকল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর মিলনায়তনে দুপুরে এ অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানটি অধ্যাপক ড. মোঃ আব্দুল মোত্তালেব সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনায় করেন আলী আরমান রকি। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. এ.এস.এম আইনুল হক আখন্দ। এ সময় নবীনদের ফুলেল শুভেচ্ছা সামগ্রী দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. এ.এস.এম আইনুল হক আখন্দ, সহযোগী অধ্যাপক মোহা. সোহেল রানা, প্রভাষক রুহুল আমিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রকল্যাণের সভাপতি বাপ্পা হোসেন বাপ্পি, মো. নাজমুস সাকিব, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা, সাধারণ সম্পাদক মোহতাসিম বিল্লাহ পাপ্পু, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ওয়াসিম, উক্ত ছাত্রকল্যাণ সমিতির সকল সদস্য ও সাংবাদিকবৃন্দরা।

ডব্লিউজি/এআর

Recommended For You