এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ১২ লাখ শিক্ষার্থী

শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। রোববার (৬ নভেম্বর) বেলা ১১টায় সারা দেশের সবকেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। নির্দেশনা অনুযায়ী ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা।

এবার ১১টি শিক্ষাবোর্ডে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে, প্রায় দুই লাখ।

এ বছর মোট ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এরমধ্যে ছাত্র পাঁচ লাখ ৮২ হাজার ১৮৩ এবং ছাত্রী পাঁচ লাখ তিন হাজার ৫৩০ জন। দুই হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা এক হাজার ৫২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

ডব্লিউজি/এমএ

Recommended For You