শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন টিপু

একজন সফল শিক্ষানুরাগী হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আলহাজ্ব মাহফুজুল হক টিপুকে ২০২২ সালের সম্মাননা স্মারকে ভূষিত করা হয়েছে। নেপালের কাঠমুন্ডু থেকে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপালের কাঠমুন্ডুর বিশেষ ব্যাক্তিরা, সফল শিক্ষানুরাগী হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা পাওয়ায় আলহাজ্ব মাহফুজুল হক টিপু জানিয়েছেন, কোন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পাওয়া বড় কথা নয়। সমাজে মানুষের কল্যানে নিয়োজিত হলে যে আত্ততৃপ্তি পাওয়া যায় এটাই মানবতা, প্রতিটি ধর্মই মানুষের কল্যানে কাজ করার নির্দেশ দিয়েছে। আমার বাবাও সারাজীবন মানুষের সেবা করে গেছেন আমিও বাবার মত সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই।

ডব্লিউজি/এমএ

Recommended For You