আজ গুচ্ছভুক্ত ‌‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে বাণিজ্য বিভাগে (‌‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলবে ভর্তি পরীক্ষা।

ভর্তি কমিটি জানিয়েছে, ৩ হাজার ৭০টি আসনের বিপরীতে এ বছর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪২ হাজার ১১০ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১৪ জন। এরমধ্যে ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কাকরাইলের উইল্‌স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১৮ হাজার ২৫ জন। এ ছাড়া কুমিল্লা ও রাঙামাটি বিশ্ববিদ্যালয়সহ সেখানে দুটি করে উপকেন্দ্রেও পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছুরা।

পরীক্ষার সমন্বয়কারী ও জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা ১৮ হাজার ২৫ জন শিক্ষার্থী। যা মোট আবেদনকারীর প্রায় ৪৩ শতাংশ।

১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ২৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাণিজ্য বিভাগে (‌‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *