ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস শাখার নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মূলধারার কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠানের শেষাংশে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গ্রীন ভয়েস সারা বাংলাদশে জুড়ে কার্যক্রম পরিচালনা হয়।এটি পরিবেশবাদী যুব সংগঠন। এ সংগঠন পরিবেশ সচেতনতার পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবামূলক সকল কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। সকল দূর্যোগ বা মহামারী পরিস্থিতে অসহায়-গরীব মানুষদের সহযোগিতা করেন এ সংগঠনটির সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমিন খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আহ্বায়ক রুমি নোমান।
অনুষ্ঠানটি গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মোখলেসুর রহমান সুইটের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলটির সকল নেতৃবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোকসাহিত্য চর্চা বিভাগের আহসান হাবিব রানা। কুইজ প্রতিযোগিতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রাজা আহম্মেদ, অবন্তী বিশ্বাস লোকসাহিত্য চর্চা বিভাগের পবিত্র রয় অন্যান্য বিভাগের সর্বমোট ১২ জন বিজয়ী হয়েছে।
ডব্লিউজি/এএইচ