পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : সাতক্ষীরার এসপি’র হুশিয়ারি 

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপ এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম।এছাড়া মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তিনস্থরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সেনা, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত।সার্বক্ষণিক প্রস্তুত থাকবে স্টাইকিং ফোর্স।তাছাড়া গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।যাতে বিশৃঙ্খলার চেষ্টা করলে দ্রুত আইন প্রয়োগ করা যায়।হিন্দুধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যদি অপপ্রচার,গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি মূলক মন্তব্য বা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে সে জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে জানান সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর)সকালে সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫  উপলক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এসব কথা বলেন। 

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও রাস্ট্রের তৃতীয় স্তম্ভ।এই জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা,পৌর শহরে যানজট নিরসন, জঙ্গিবাদ ও চাঁদাবাজ, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং সাইবার বুলিংসহ সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ মুকিত হাসান খাঁনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, এবছর সাতক্ষীরায় ৫৮৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।তারমধ্যে ঝুঁকি পূর্ণ্য পূজা মন্ডপ রয়েছে ৫৫টি। 

ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam