পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল পালিত

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

পাবনার জেলার  বেড়া উপজেলার একাংশকে আবারও সংযুক্ত করে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এছাড়াও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেড়াবাসী। 

গত রোববার সকাল ৬ট থেকে হরতাল শুরু হয়ে তা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লাঠিসোটা নিয়ে হরতাল সমর্থকরা পিকেটিং করছেন। এতে বেড়া পৌর এলাকার সকল ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ ছিলো। 

হরতাল সমর্থকরা বলেন, সম্পূর্ন অন্যায়ভাবে পাবনা-১ আসনের আসনকে ভাগ করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত। 

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, সীমানা পুনর্বহালের দাবিতে হরতাল পালন করা হয়েছে। স্বাভাবিক ভাবেই হরতাল চলেছে। তবে অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সাঁথিয়া ও বেড়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছিলো, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত ছিলাম। 

তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা ও পৌরসহ বেড়া উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার বাকি ৫টি ইউনিয়ন নিয়ে পাবনা-২ আসন ছিল। 

কিন্তু গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়ার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ 

আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।

পাবনা প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam