মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে হয়েছে। 

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ জাফর আলী মিয়া ও সদস্য সচিব মোঃ জাহান্দার আলী জাহান। স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশ করা হয়।

রবিবার(১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের বাড়ির  সামনে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে  শিবচর উপজেলা  আহ্বায়ক প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়। 

এসময় জাহান্দার আলী জাহান বলেন বিএনপি বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশের জাতীয়তাবাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশের রাজনীতির ভার নিতে হবে সচ্ছ নির্ভেজাল সৎ ও দলের নিবেদিত কর্মীকে এই স্লোগানকে সামনে রেখে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন (শাহদাত কমিশনার), সদস্য সচিব সোহেল রানাসহ ১৭ সদস্য বিশিষ্ট  কমিটি ঘোষণা করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক বেপারী,পৌর বিএনপি নেতা কিচলু খান,ছাত্রদলের আহ্বায়ক মোঃ মেহেদি হাসান জাকির, সদস্য সচিব কামরুল ইসলামসহ বিএনপি নেতা লাভলু হাওলাদার, রফিক মাতুব্বর, গেদুসহ মাদারীপুর, শিবচর , রাজৈর, কালকিনির অন্যান নেতৃবৃন্দরা।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পরে আহ্বায়ক শাহাদাত হোসেন (শাহাদাত কমিশনার) ও সদস্য সচিব সোহেল রানা উপস্থিত সাংবাদিকসহ সকলের কাছে দোয়া চেয়ে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আজকে আমাদের যে দায়িত্ব দিয়েছেন তা যেন পালন করতে পারি।দলীয় ভাবমূর্তি রক্ষা সকল প্রকার ত্যাগ করতে পারি  সে বিষয়ে আপনাদের দোয়া চাই।

মীর ইমরান -মাদারীপুর প্রতিনিধিঃ ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam