পটুয়াখালীতে স্কুল শিক্ষার্থীর উপর কিশোর গ্যাংয়ের হামলা

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া এলাকায় পূর্ব জমি-জমা সংক্রান্ত শত্রুতার জেরে রিফাত গাজী (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা আক্রমণ করে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা মনির সিকদারের ভাই রাতুল সিকদার ও তার সহযোগী হাসিব গাজীসহ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য রিফাতের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা অভিযোগ করেছেন মনির সিকদার জুলাই অভ্যুথানের পূর্বে  প্রকাশ্যে ছাত্রদের উপর রামদা-চাপাতি নিয়ে হামলা করেছেন যার ভিডিও ভাইরাল হয়। তার এই কর্মকান্ড সবার প্রকাশ্যে আসায় নিরীহ জনগনের উপর এই গুপ্ত হামলা করছে এখন।
ভুক্তভোগীর বড় বোন মুন্নি আক্তার অভিযোগ করে বলেন, “এটি পূর্ব পরিকল্পিত হামলা। আমার ভাইকে মারতে ওরা সুযোগের অপেক্ষায় ছিল। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে আওয়ামী লীগ নেতা মনির সিকদারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকায় এ ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পটুয়াখালী প্রতিনিধি  II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam