শ্যামনগরে আর্থমেন্টর ও আর্থস্কাউট ওরিয়েন্টেশন

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর)ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের আয়োজনে মুন্সিগঞ্জ বেডসের হলরুমে যুবসমাজের ক্ষমতায়নে আর্থমেন্টর ও আর্থস্কাউট ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

জিআইজেট ইয়ুথ প্রকল্পের আওতায় নির্বাচিত ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার ৩০ শিক্ষার্থী ও ১৫ জন গাইড শিক্ষক অংশ গ্রহণ করেন।

ওরিয়েন্টেশনে সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার আলী হুসাইন মোহাম্মদ মাল্টিমিডিয়া ভিত্তিক প্রকল্প বিষয়ক তথ্য উপস্থাপন করেন।
সুন্দরবন সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি অংশ গ্রহণকারী শিক্ষক শিক্ষার্থী বক্তব্যে তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা সনজিৎ কুমার মন্ডল, শিক্ষক রনজিৎ বর্মন, সুজাতা রানী, লিপিকা রায়, মঙ্গলদ্বীপ মন্ডল, তাহমিনা খাতুন, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

  রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam