
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে বৃহত্তর ঢাকাকে ৬টি জোনে ভাগ করে ৬টি দল গঠন করা হয় এবং তাদের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়। দীর্ঘ প্রতিযোগিতার পর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ দল এবং রানার্স-আপ ঢাকা উত্তর–২ দল।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
আয়োজন পরিচালনা করেন ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুবাশশির আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন শুভ প্রমুখ।
এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুবাশশির আমিন বলেন, ‘এই টুর্নামেন্টটি আমরা উৎসর্গ করছি জুলাই মাসের শহীদ ভাই ও বোনদের প্রতি। ঢাকার প্রতিটি স্থান ছিল জুলাই গণঅভ্যুত্থানের রণক্ষেত্র, যেখানে প্রাণ দিয়েছেন শত শত মানুষ। তাদের স্মৃতি আমাদের প্রেরণার উৎস, আর তাদের চেতনা নতুন প্রজন্মকে পথ দেখাবে।’
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, ‘এই খেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। জুলাইয়ের স্মৃতি আমাদের প্রেরণার উৎস। জুলাই-পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতিদিন শরীরচর্চায় মনোযোগী হওয়ারও আহ্বান জানাই।’
ইবি প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ