সংস্কৃতি উপদেষ্টার সাথে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ অপরাহ্নে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতীম দুই দেশের মানুষের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে আগামী দিনগুলোতে এ সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধ হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

দক্ষিণ এশিয়ার দুই দেশের সমৃদ্ধ সংস্কৃতি, অভিন্ন জীবনাচরণ, ঐতিহ্য ও সাহিত্য উভয় দেশের মানুষকে অপরিমেয় জ্ঞান ও আনন্দময় জগতের দ্বার খুলে দিতে পারে বলে তাঁরা মতামত ব্যক্ত করেন।

উভয় দেশের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সাংস্কৃতিক দল, টিভি অনুষ্ঠান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam