
৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার :

ছবি – সংগৃহীত
ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন এর বাড়িতে আগুন দিয়েছে দু*র্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ সংবাদ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ফতেহপুর গ্রামে রাতে ১০-১৫ জনের দূর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জহির উদ্দিন মাহমুদ লিফটন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আগুনের ঘটনায় আমি বিচলিত নই। যে খানে ৩২ নম্বরে আগুন দিয়েছে, সেখানে আমার বাড়িতো কিছুই না।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়োজিদ আকন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফেনী প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ ডেস্ক