
৩০ আগস্ট ২০২৫, শনিবার:

ছবি – সংগৃহীত
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা।এক গৃহবধূর অভিযোগ, তাকে ধর্ষণের চেষ্টা চালালে আত্মরক্ষার্থে অভিযুক্ত যুবকের লিঙ্গ কেটে দেন তিনি।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে। অভিযুক্ত মেজবাউল ইসলাম (৪৬), পিতা আলতাফ আলী, দীর্ঘদিন ধরে গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ। সেদিন রাতের সুযোগে বাড়িতে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূ ব্লেড দিয়ে আত্মরক্ষা করেন।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ সংবাদ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
পরে কালাই থানায় গৃহবধূ মামলা দায়ের করেন। এদিকে, আহত মেজবাউলকে তার পরিবার ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যায়।পরিবারের দাবি, এটি পূর্বশত্রুতাজনিত ঘটনা।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ জানান, একটি মামলা গ্রহণ করা হয়েছে, তবে অভিযুক্ত পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
জেলা প্রতিনিধিঃ ডব্লিউ জি নিউজ