
শনিবার, ১৬ আগষ্ট ২০২৫,

ছবি – সংগৃহীত,
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন এবং ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “মনুষ্য সমাজে ধর্ম চর্চার গুরুত্ব অনেক। মদিনার সমাজে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রাসুল (সাঃ) স্বীকৃতি দিয়েছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়েও সমান মর্যাদায় ধর্মীয় অনুষ্ঠান করার সুযোগ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “সব ধর্মের মূল মন্ত্র মানবিকতা আর ব্যক্তি ও সমাজ সুন্দর রাখতে হলে দুষ্টের দমন ও শিষ্টের লালন অপরিহার্য।”
অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। বিশেষ আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়। স্বাগত বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান এবং ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নূর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
ইবি প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ