শ্যামনগরে ইএনও ভাঙ্গা সাঁকোর পোষ্ট দেখে বরাদ্ধ দিলেন কাঠের ব্রিজ

বুধবার, ৯ জুলাই ২০২৫,

ছবি- ডব্লিউ জি নিউজ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধূমঘাট গ্রামের জিয়াউর রহমান নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়েছিলেন নদী পারাপারের মাধ্যম অতি ভাঙ্গা সাঁকোর একটি ছবি।

প্রায় একশত ফুট দীর্ঘ  ভাঁঙ্গা সাঁকো ঝুঁকি নিয়ে পার হয়ে যাতায়াত করছেন ১৫১ নং দক্ষিণ ধুমঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা যেটা ছবির ক্যাপশনে লেখেন তিনি। প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত নানা শ্রেণির পেশার মানুষ এই সাঁকো পার হচ্ছেন। এটি পারাপারের সময় যে কোন মুহুর্তে ভেঙ্গে দুর্ঘটনার শিকার হতে পারেন কোমলমতি শিশুরা এটিও লেখেন তিনি।

ডব্লিউ জি নিউজ সর্বশেষ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

পোষ্টটি দেখার পর শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানকে ঘটনাস্থলে পাঠান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরজমিনে দেখার পর স্থানীয়দের সাথে কথা বলে দুর্দশার কথা জানতে পারেন। তিনি কথা বলে জানতে পারেন যে বাঁশের সাঁকোটি উপজেলার মুন্সিগঞ্জ ও ঈশ^রীপুর ইউপির যথাক্রমে হরিনগর ও ধুমঘাট গ্রামকে যথাক্রমে সংযুক্ত করেছে। ভঙ্গুর সাঁকোটির জন্য উভয় পারের বসবাসরত কয়েক হাজার মানুষের প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার পথ কম হাঁটতে হয় বা ঘুরতে হয়। সাঁকোটি মেরামতের জন্য কোন উদ্যোগ স্থানীয়ভাবে গ্রহণ করেননি বলে জানা যায়।

পোষ্টদাতা ও স্থানীয়রা জানান ফেসবুকে লেখার কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে একটি পাকা ব্রিজ হবে সত্যি খুব আনন্দের খবর।

উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন ইউএনও শ্যামনগর ফেসবুক আইডিতে লিখেছেন  জিয়াউর রহমানের পোষ্ট দেখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তদপ্রেক্ষিতে সাঁকোটি মেরামতের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার এনামুল হককে অবহিত করা হয়েছে।

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি – ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam