ভৈরবে শহরে ঘুরে অসহায়দের কম্বল বিতরণ

ভৈরবে শহরে ঘুরে অসহায়দের কম্বল বিতরণ
কিশোরগঞ্জের ভৈরবে মধ্যরাতে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায়দের শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
সোমবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায়, দুর্জয় মোড় পৌর বাসস্ট্যান্ড এলাকায় ও শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে দেড় শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমেদ রাফী ও ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন। এছাড়া এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও ভৈরব থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে পথচারী ও অসহায় মানুষরা বলেন, আমরা ভাবিনি এত তাড়াতাড়ি কম্বল পাবো। শীতের শেষ দিকে ও তীব্র শীতের সময় মানুষজন আমাদের কম্বল দিয়ে যায়। এবার শীত বাড়ার আগেই কম্বল পেয়ে অনেক খুশি হয়েছি।
বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, প্রতিদিনই শীত বাড়ছে। তবে এবার শীতের তীব্রতা বাড়ার আগেই অসহায় মানুষদের শীতের সহায়ক পণ্য হিসেবে সরকারি সহায়তার কম্বল বিতরণ করা হয়েছে। আমরা নিজ চোখে দেখে রাতে অসহায়দের মাঝে কম্বলগুলো বিতরণ করছি। প্রকৃত অসহায়দের মাঝে যেন কম্বল গুলো পৌঁছে দেয়া যায় সে জন্য আমরা কাজ করছি।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

তিনি আরো বলেন, সরকারের সহায়তার পাশাপাশি ভৈরবের ব্যবসায়ী ও সচেতন মহলের নেতৃবৃন্দ যদি এগিয়ে আসে তাহলে ভৈরবের অসহায় হতদরিদ্র মানুষের শীতকালীন কষ্ট অনেকটা কমে যাবে। এতে যদি ভৈরব প্রশাসনের সহযোগিতা কামনা করে তাহলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।

Recommended For You

About the Author: Shafiul Islam