
নরসিংদীর শিবপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম।
সকালে পুষ্পস্তবক অর্পণ করেন শিবপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,শিবপুর মডেল থানা ও অন্যান্য সংগঠন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ সজীব,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোহসিন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আবদুল হাই মাস্টার, প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের সভা কক্ষে ৭ মার্চ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। উক্ত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু, ৭ মার্চ, স্বাধীনতার, দেশপ্রেমের আলোকে বক্তব্য প্রদান করে।
সিরাজুল ইসলাম মোল্লা তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙ্গালীর স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের একটি তাৎপর্যপূর্ণ দিন। মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ মার্চের ভাষন হল বাঙ্গালীর মুক্তির সনদ। বঙ্গবন্ধুর আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে থেকে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে আমাদের একসাথে কাজ করে যেতে হবে।