কাল থেকে ইসলামী আন্দোলনের ১৫ দিনব্যাপী দাওয়াতী পক্ষ

আমাদের স্বাধীনতা আক্ষরিক অর্থেই রক্তে কেনা। কথা ছিল, দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। বৈষম্য দূর হবে। দুর্নীতি, দুঃশাসনমুক্ত দেশ গঠন হবে। এদেশের মানুষের বোধ-বিশ্বাস ও ইতিহাস ঐতিহ্য নিঃসৃত শাসনতন্ত্র হবে। কিন্তু স্বাধীনতার পর দেখা গেল, রাষ্ট্রের নীতি নির্ধারণে কোন ধরনের জনমত যাচাই না করেই ভিনদেশিদের অন্ধ অনুসরণ করা হলো। সরকার পদ্ধতি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, অর্থনীতি নিয়ে মস্কো-ওয়াশিংটন দোলাচালে ব্যাহত হলো দেশগঠন। ফলশ্রুতিতে রাষ্ট্রের বিকাশ হুমকির মুখে পড়লো। শিল্প বিকাশ থমকে গেলো। আইন-শৃঙ্খলা ভেঙ্গে পড়লো। রাজনীতি হয়ে পড়লো আদর্শহীন, পেশী শক্তি ও কালো টাকা নির্ভর।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয় সন্ত্রাস, দুর্নীতি ও পেশীশক্তিমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামি ১৫ ফেব্রুযারি থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪, সারাদেশে ১৫ দিনব্যাপী দাওয়াতী পক্ষের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

দাওয়াতী পক্ষ উপলক্ষে সারাদেশে একযুগে পক্ষকাল ব্যাপী এ দাওয়াতী কার্যক্রম পরিচালনা করবেন সংগঠনের সকলস্তরের নেতাকর্মী। দলের শীর্ষ থেকে অধ:স্তন নেতৃবৃন্দ পুরো ১৫ দিন দাওয়াতী অভিযান পরিচালনা করে নতুন সদস্য সংগ্রহ করবেন। একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগি সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দাওয়াতী পক্ষ উপলক্ষে স্ব স্ব সংগঠনের অধীনে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া প্রবাসী শাখাগুলোও এ কার্যক্রম পরিচালনায় অংশ নেবেন। ইতিমধ্যে পোস্টার, লিফলেট, ব্যানার প্রস্তুত ও সারাদেশে সরবরাহ করা হয়েছে।

 

Recommended For You