সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন গাইবান্ধার নাজমুলের

শখ থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছে গাইবান্ধার ছেলে নাজমুলের। গরু-ছাগল পালনের শখ ছোট বেলা থেকেই। সেই স্বপ্ন এখন বাস্তব রুপ হওয়ার পথে। নাজমুল গাইবান্ধা জেলার সাহাপাড়া ইউনিয়নের  শামছুল হক মন্ডলের বড় ছেলে।
ছোট বেলায় নাজমুল দেখতো তার বাবা কোরবানির জন্য গরু কিনে আনতেন। ঈদের আগে যে কয়েকদিন ঘরে রেখে গরুর পরিচর্যা করা হতো, তা থেকেই গরু পালনের প্রতি ভালোবাসা জন্মে তার। সেখান থেকেই সারা বছর এমন গরু পালনের ইচ্ছে জাগে তার। সেই স্বপ্নকে লালন করে ২০১৮ সালে অনার্স দ্বিতীয় বর্ষে শেষে প্রাইভেট পড়ানোর অর্থ দিয়ে সর্বপ্রথম দুইটি খাসি ক্রয় করে। সেই খাসি মোটাতাজা করণের পর বিক্রি করে একটি বাছুরসহ গাভী ক্রয় করে। যা এখন ছোট্ট একটি খামারে পরিণত হয়ে সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে তাকে। বর্তমানে তার খামারে সাতটি গরু রয়েছে।
নাজমুল বলেন, সে নিজ অর্থায়নে গরু মোটাতাজাকরনের উদ্দেশ্যে একটি নতুন খামার প্রকল্প হাতে নিয়েছে। সরকারি সহযোগিতা পেলে তার খামার সম্প্রসারনের মাধ্যমে আরও অনেক লোকের কর্মসংস্থান তৈরি হবে বলে সে আশাবাদ ব্যক্ত করে।

Recommended For You