শ্যামনগরে ঘোড়-দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার (২৮মে) বিকালে ঈশ্বরীপুর ইউনিয়নে গ্রাম বাংলার আকর্ষণীয় ঘোড়-দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বংশীপুর ব্রাদার্স ক্লাব ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ঈশ্বরীপুর বিলে বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়ার অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরীপুর ইউপির চেয়ারম্যান এ্যাড. জি এম শোকর আলীর সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার প্রদান করেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য জি এম গোলাম মোস্তফা।

ক্লাব সভাপতি জাহিদ হাসানের ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে খুলনা বটিয়াঘাটা এলাকার নাসিমের ঘোড়া, দ্বিতীয় স্থান অধিকার করে নড়াইল জেলার মিথুনের ঘোড়া, তৃতীয় স্থান অধিকার করে যশোর এলাকার বজলুলের ঘোড়া ও চতুর্থ স্থান অধিকার বাঘারপাড়ার জাহাঙ্গীরের ঘোড়া।

পুরস্কার হিসাবে ১ম স্থানকে ১২ হাজার টাকা, ২য় স্থানকে ৮ হাজার টাকা, ৩য় স্থানকে ৬ হাজার টাকা ও ৪র্থ স্থানকে ৪ হাজার টাকা প্রদান করা হয়।

ঘোড়-দৌড় প্রতিযোগিতাটি দেখার জন্য বহু দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ উপস্থিত হন।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You