নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নকলি স্কুলে বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় স্বপ্নকলি স্কুল প্রাঙ্গণে ক্রীড়া প্রতিয়োগিতা, পুরস্কার এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাছুদুর রহমান, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুষ্ময় দাস প্রমুখ।

এই ক্রীড়া প্রতিযোগিতায় স্বপ্নকলি স্কুলের সুবিধাবঞ্চিত ১৩০জন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে সকল শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিশুদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডব্লিউজি/এমআর/লিটন

শেয়ার করুন:

Recommended For You