
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,
পরশুরামের বাসিন্দা এক প্রবাসীকে সৌদি আরবে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহৃত প্রবাসীর নাম আবদুস সালাম ভূঁইয়া সজিব। তিনি উপজেলা চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
রবিবার(২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রিয়াদের যেদিদ সানাইয়া কোম্পানির অফিসের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। সজিবের পরিবারের সদস্যরা জানান, একটি গাড়িতে করে ৪ সদস্যদের অপরাধী চক্র তাকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। সকালে তার পরিবারের সদস্যদের কাছে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়।তাকে উদ্ধারের জন্য তার কর্মরত কোম্পানির পক্ষ থেকে সৌদি আরবের পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে। পরিবারের অভিযোগ,বাঙ্গালীদের কেউ এ ঘটনার সাথে জড়িত রয়েছে।
প্রবাসী সজীবকে অপহরণের পর অপহরণের পর উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
ফেনী প্রতিনিধি : ডব্লিউ জি নিউজ ডেস্ক