
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,
ফেনী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও দৈনিক দিনকাল, ফাইনান্সিয়াল এক্সপ্রেস এর ফেনী জেলা প্রতিনিধি মফিজুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনী সময়ের সম্পাদক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ফেনী কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন মোনাজাতের মাধ্যমে রোগমুক্তি কামনা করেন। এতে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ-সভাপতি মাইন উদ্দিন, ডিবিসির ও বাংলাদেশ অবজারভার ফেনী প্রতিনিধি আবু তাহের ভূইয়া, সাংবাদিক তাহের পণ্ডিত, প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আতিয়ার সজল,ইয়ুথ জার্নালিস্টের সভাপতি শাহজালাল ভুঁইয়া, এখন টিভির ফেনী প্রতিনিধি ডালিম হাজারী,দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি মোঃ শফিউল্লাহ রিপন, প্রতিদিনের সংবাদের ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
ফেনী সংবাদের সম্পাদক মাসুম বিল্লাহ,, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ইমরান পাটোয়ারী, আমার সংবাদের ফেনী প্রতিনিধি মিজানুর রহমান, রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য কিষান মোশারফ, সাংবাদিক তাহের পণ্ডিত, দেশ টিভি র ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ, আর টিভির ফেনী প্রতিনিধি এম এ আকাশ ঢাকা পোস্টের ফেনী প্রতিনিধি তারেক চৌধুরী, সকালের সময়ের ফেনী প্রতিনিধির সাইফুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ফেনী প্রতিনিধি হাবিব মিয়াজী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, দৈনিক ফেনী সময়ের মোল্লা ইলিয়াস, বকুল আক্তার দরিয়া, নব চেতনার ফেনী প্রতিনিধি হাসনাত তুহিন ও দৈনিক ফেনীর ডন চৌধুরী।
এ সময় কর্মরত সাংবাদিকেরা সাংবাদিক মাহফুজুর রহমানের জন্য দোয়া ও তার চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ফেনী প্রতিনিধি :ডব্লিউ জি নিউজ