তাহামসের নতুন আউটলেট উদ্বোধন

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫:

ছবি – সংগৃহীত,

রাজধানীর বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করল দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড তাহামসের দ্বিতীয় আউটলেট। গতকাল বৃহস্পতিবার সন্ধায় বসুন্ধরা সিটির লেভেল ফাইভের এ ব্লকে নতুন আউটলেটটির উদ্বোধন করেন মডেল ও অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া,নাফিস আহমেদ, পূর্ণিমা বৃষ্টি এবং টনি মাইকেল।
উদ্বোধন উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে তাহামসের বিভিন্ন পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। ব্র্যান্ডটির উদ্যোক্তা ইসরাত সুলতানা তোহফা বলেন, ‘আমাদের কাছ থেকে পাওয়া যাবে যেকোনো সাইজের নান্দনিক ও কাস্টমাইজড ডিজাইনের টি-শার্ট, পানির বোতল, মগ ও ফটোফ্রেম।’


উল্লেখ্য, ২০২০ সালে অনলাইনে টি-শার্ট বিক্রির মাধ্যমে তাহামসের যাত্রা শুরু হয়। উদ্যোক্তা তোহফা তাঁর স্বামী কম্পিউটার প্রকৌশলী ও আলোকচিত্রী আশিক আহমেদ এবং কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে উদ্যোগটি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে তাহামস। এখন ব্র্যান্ডটির পণ্যসম্ভারে রয়েছে পাঞ্জাবি, জিন্সসহ সব বয়সীদের জন্য বিভিন্ন ধরনের পোশাক।
ফটো ক্যাপশন – তাহামসের নতুন আউটলেটের উদ্বোধনে উপস্থিত মডেল ও অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া, নাফিস আহমেদ, পূর্ণিমা বৃষ্টি এবং টনি মাইকেল

ডব্লিউ জি নিউজ ডেস্ক

Recommended For You

About the Author: Shafiul Islam