
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,
সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির উদ্যোগে সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় আত্নসর্মপণকারী হরিণ শিকারীদের মাঝে শিক্ষা ও চিকিৎসা বাবদ বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার(১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে ১৫ জন আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়।
ডব্লিউ জি নিউজ সর্বশেষ জানতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বিশেষ অনুদান বিতরণ করেন সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বনবিভাগ বুড়িগোয়ালিনী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, বনবিভাগের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন সুন্দরবনেরর জীববৈচিত্র্য রক্ষায় যারা অতীতে হরিণ শিকার করলেও এখন ভূলটা বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদেরকে পুর্নবাসন ও স্বাবলম্বী করার লক্ষে এ ধরনের অনুদান প্রদান করা হচ্ছে। শিক্ষা ও চিকিৎসাখাতের সহায়তা
তাদের পরিবারকে নতুন ভাবে গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন। বক্তারা সুন্দরবন সম্পদ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার কথা বলেন।
আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মধ্যে গাবুরা এলাকার আনায়ারুল ইসলাম বলেন অতীতের ভূল থেকে শিক্ষা নিয়ে আমরা আর কখনও বন্য প্রাণী শিকার করব না এবং এ ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ছবি- সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মাঝে অনুদান প্রদান ।
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ ডব্লিউ জি নিউজ