সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি  প্রতিরোধে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন 

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। 

সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলার সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, স্বাধীন দেশে আমরা সুখী সমৃদ্ধশীল দেশ চেয়েছিলাম।কিন্তু সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি।এই দুর্নীতি আমাদের উন্নয়নে বাধাগ্রস্ত করছে। নৈতিক মূল্যবোধ ও দুর্নীতি আমাদেরকে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে।পৃথিবীটা আমাদের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র। সেজন্য আমাদেরকে দুর্নীতি পরিহার করে সত্য ন্যায়ের পথে চলতে হবে। দুর্নীতি প্রতিরোধে ইসলামী মূল্যবোধ ও নীতি-নৈতিকতা শিক্ষার কোন বিকল্প নেই। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এই মহৎ উদ্যোগটি খুবই প্রশংসনীয়।

সাতক্ষীরার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ,দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে খুলনার সহকারী পরিচালক জাহিদ ফজল, ডিআই ওয়ান মো. হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক সঞ্জিত কুমার দাস,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপপরিচালক মোহাম্মদ আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম এবং মডারেটর এর দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অধ্যক্ষ রেজাউল করিম ও রেবেকা সুলতানা। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মো.শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের ও সিসি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য কবি ও সাহিত্যিক অধ্যাপক আব্দুল ওহাব আজাদ, এড. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, এনামুল কবির খান প্রমুখ। 

সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। উদ্বোধনী বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে অংশ নেয় মাদরাসাতুল জান্নাত দাখিল মাদরাসা ও বিপক্ষ দলে অংশ নেয় চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা। বিতর্কের বিষয় ছিল: দুর্নীতি বিরোধী রুখে দাঁড়ানো জনগণের দায়বদ্ধতা বেশি।  এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সাতক্ষীরা প্রতিনিধি : ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam