নীলফামারীতে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে চাকুরি পেলেন ২৫ জন

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ছবি – সংগৃহীত,

শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ সম্পন্ন করেছে জেলা পুলিশ, নীলফামারী । ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ মোট ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন নীলফামারী জেলার পুলিশ সুপার এবং টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব এ.এফ.এম. তারিক হোসেন খাঁন।

ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার মহোদয় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান । একইসঙ্গে তিনি উত্তীর্ণ প্রার্থীদের প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান ।

এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন ।

ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান এবং লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ফজলুল হক (এ-সার্কেল) ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও ফোকালপয়েন্ট ,মিডিয়া
জেলা পুলিশ, নীলফামারী।

নীলফামারী প্রতিনিধি II ডব্লিউ জি নিউজ

Recommended For You

About the Author: Shafiul Islam